শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩
0 মন্তব্য(গুলি)

মাত্র কয়েক ক্লিকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সহ বিভিন্ন কাজ করুন। যারা একেবারে কাচা তারাও পারবেন। সাথে পাবেন ভিডিও টিউটেরিয়াল

১০:৩০ AM
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুব সুন্দর একটি সফটওয়্যার যার নাম Photo Montage Guide। আপনার ছবিকে মাত্র কয়েক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। শুধু ছবি নয় আপনি ছবি থেকে বিশেষ বিশেষ অংশ এ্যাড ও রিমুভ করতে পারবেন এই অসাধরণ সফটওয়্যারে মাধ্যমে। তাহলে চলুন কিভাবে কাজ করে তা দেখে নিই । প্রথমে এখান থেকে ডাউনলোড করুন। ডাউনলোড করারপর রার ফাইল কে এক্সট্রাক্ট করুন। পাসওয়ার্ড দিন-zakir@ । এবারে সেটআপ ফাইল দিয়ে ইন্সটল করুন, ইন্সটল শেষে ক্র্যাক ফাইলটিকে কপি করে C:\Program Files\Photo Montage Guide এই লোকেশনে পেষ্ট করে দিন অর্থাৎ সি ড্রাইভ ওপেন করে প্রোগ্রাম ফাইল ফোল্ডার ওপেন করে Photo Montage ফোল্ডারটিতে পেষ্ট করে দিন।  আপনাকে কনফার্ম ওকে তে ক্লিক করতে হবে। তাহলে আপনার কাজ শেষ। এবার ইচ্ছে মত কাজ করতে থাকুন।

এই সফটওয়্যারে বিশেষ একটি বৈশিষ্ট আছে। আর তা হচ্ছে- আপনি যতবার সফটওয়্যার টি ওপেন করবেন, ততবার আপনাকে (ভিডিও টিউটেরিয়াল) Demonstration ডায়লগ বক্সে আপনাকে জানিয়ে দেবে আপনি কিভাবে কাজ করবেন।

আসুন এই অনেক কাজের মধ্যে একটি কাজ দেখি। সফটওয়্যারটি ওপেন করে  Demonstration ডয়লগ বক্স টি ক্লোজ করে ফাইল বা ফরমেটিং টুলবার থেকে একটি ছবি ওপেন করি । এটা দেখতে মাইক্রোসফট ওয়াড-২০০৩ এর মত দেখতে। তাই কাজের বেশ সুবিধা।
22
এরপর টুলস থেকে EDGE এ ক্লিক করুন। এরপর Object or background এ ক্লিক করুন। এবার Fill এ ক্লিক করুন।
33
এবার ছবিটির চারিদিকে এভাবে ক্লিয়ার করে নিন অতঃপর Separate এ ক্লিক করুন। এবার Effect থেকে আপনার পছন্দের রং দিন ।
এখন Store & Done ক্লিক করে ফাইল থেকে ছবি টি সেভ করুন। আপনার কাজ শেষ । এই সফওয়্যার দিয়ে আরো অনেক কাজ করা যাবে। তা আপনারা দেখে নিন।

এক নজরে দেখে নিন এর কিছু ফিচার -

This program offers the following tools:
Resize – allows you to change the image size.
Crop – allows you to cut out an area of an image.
Text – designed for inscribing images.
Separation – allows you to separate an object from its background and to store it for later transfer to another photo; applies background effects.
Paste Object – pastes a separated image into another photo.
Smart Remove – removes objects without visible traces.
Smart Size – changes the image size removing “unnecessary” portions while keeping the “important” features intact.
Smart Patch – allows to apply a patch from one area of an image to another.

Supported OS:
Windows XP / Vista / 7 / 8, both 32-bit and 64-bit.

তো আজ এ পর্যন্ত । সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন। পিসি হেল্পলাইন বিডির সাথেই থাকুন।  আল্লাহ হাফেজ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Toggle Footer
Top