এইভাবে গান রেকর্ড করতে হলে যে কয়েকটা জিনিস লাগবে তা হলঃ
১,ভাল মানের হেডফোন (মাইক্রোফোন সহ)
২, Audacity নামের ফ্রী একটি সফটওয়্যার।
৩,মিউজিক ফাইল ভয়েস ছাড়া (বিস্তারিত নিচে বলতেছি)
কাজের ধারাঃ
১। প্রথমে Audacity সফটওয়্যারটা ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে। নিন এই লিঙ্ক থেকে
এরপর ইন্সটল করুন।
২। google এ search দিয়ে আপনার কাঙ্খিত গানের karaoke ভার্সন ডাউনলোড করে নিন। হিন্দি আর ইংলিশ সব গানের karaoke version নেটে পাওয়া যায়। কিন্তু বাংলা গানের ক্ষেত্রে এই সংখ্যা কম। কয়েকটা এড্রেস দিয়া দিলাম যেখান থেকে free karaoke songs ডাউনলোড করতে পারবেন। বলে রাখা ভাল, ভোকাল ছাড়া শুধু মিউজিকই হল karaoke গান। এই টিউটোরিয়াল পড়লে নিজে নিজেই বানাতে পারবেন হাই কোয়ালিটি karaoke music এবং সেটা Audacity দিয়েই !
Hindi songs-
http://www.desiweb.net
http://www.desim4u.net
http://www.123musiq.com
http://www.songs.pk
http://www.papuyaar.com
http://www.bollyexpress.com
http://www.okesite.com
http://www.musicmaza.com
http://www.bollyfm.com
http://cooltoad.com
http://limewire.com
http://mp3raid.com
http://gloomx.com
http://morpheus.com
http://3world.com
http://mpsraid.com
http://yourmp3.net
http://mp3fusion.net
http://apniisp.com
http://cooltoad.com
English songs-
http://3mp3.ru/eng/
http://music.download.com/2001-1_32-0.ht…
http://www.srikumar.com/music/mp3_music_…
Bangla songs-
http://www.ruposhibangla.webs.com/
সবচেয়ে ভাল বুদ্ধি হল 4shared.com এ কাঙ্খিত গানের নাম লিখে এর পাশে karaoke শব্দটা লিখে সার্চ দেওয়া। মিউজিক থেকে ভয়েস রিমুভ করার বিভিন্ন সফটওয়্যার আছে। এগুলু দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন তবে quality ভাল হবেনা। Audacity দিয়েও করতে পারবেন। এর Effects মেনুতে voice remover নামের একটা অপশন আছে।
৩। karaoke গান download করা হয়ে গেলে Audacity ওপেন করুন। microphone সহ headphone টা PC তে কানেক্ট করুন। এরপর আপনার headphne কানে লাগিয়ে যেকোন মিউজিক প্লেয়ার দিয়ে ডাউনলোড করা মিউজিক ফাইল টা বাজিয়ে শুনতে থাকুন। পাশাপাশি Audacity এর record (লাল ফুঁটা ওয়ালা বাটন) বাটন ক্লিক করুন আর মিউজিক এর তালে তালে গাইতে থাকুন।
৪। গান গাওয়া শেষ হয়ে গেলে Audacity এর recording বন্ধ করুন। কাজ অনেকটাই শেষ। এখন বিভিন্ন effect যোগ করলে করতে পারেন। না করলেও প্রবলেম নাই। effect যোগ করলে amplifier, delay এই দুইটাই যথেষ্ট।
৫। এবার আপনার ডাউনলোড করা karaoke ফাইলটা Audacity তে import করুন এভাবেঃ File>Import>Audio. এরপর ফাইলটা সিলেক্ট করে ওপেন করুন। ফাইল লোড হওয়ার পর অটোমেটিক আপনার record করা voice এর সাথে মিক্স হয়ে যাবে।
৬। এবার গান সেভ করার পালা। সেভ করুন এভাবে: File>Export. বিভিন্ন ফরম্যাটে গানটি সেভ করা যাবে। যদি mp3 ফরম্যাটে সেভ করার সময় error দেখায় তাহলে wav ফরম্যাটে সেভ করুন। আর সেভ করার পর যেকোন Audio converter ( format factory, freemake converter ইত্যাদি) দিয়ে mp3 তে কনভার্ট করে নিন। কনভার্ট করার কারন হল wav ফরম্যাট এর ফাইলগুলা অনেক বড় সাইজের হয়। Audacity সফটওয়্যারটা অনেক ভাল মানের এবং এতে রেকর্ড করার আগে সেটিং থেকে রেকর্ডিং কোয়ালিটি সেট করা যায়। নরমাল থেকে স্টুডিও কোয়ালিটি পর্যন্ত বিভিন্ন রেঞ্জ আছে।
কাম শেষ !! কারও কাছে পোস্ট টা অনর্থক লাগতে পারে। তাই আমার নিজের গাওয়া (সম্পূর্ণ এই পদ্ধতিতে) একটি গানের লিংক দিয়া দিলাম। একটি গানের লিংক দিয়া দিলাম। সবার কাছে অনুরোধ রইল গানটা শোনার।
আর যারা যারা এই পোস্ট পড়েও ক্লিয়ার বুঝতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা দিয়া দিলাম
নিজে নিজেই যদি karaoke মিউজিক ফাইল বানাতে চান তাহলে দেখুন এই গান থেকে ভোকাল রিমুভ করে বানিয়ে ফেলুন প্রফেশনাল মানের karaoke মিউজিক!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন