রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩
0 মন্তব্য(গুলি)

দারুণ এক জিনিস║ আপনার Facebook Profile কে Facebook Page এ পরিণত করুন

১১:০৪ AM

                                                                                                                                                                        

আল্লাহ্‌র নামে শুরু করছি,

ফেসবুকে তো এখন “add me , i am blocked” এর চলন। সব জায়গাতেই কমেন্টে এই স্লোগান টাইপের কথা দেখা যায়। এর জন্য অনেকের ফেসবুকেই হাজারে ফ্রেন্ড দেখা যায়। আপনি চাইলেই আপনার ফেসবুক প্রোফাইলকে একটা ফেসবুক পেজে রূপান্তরিত করতে পারেন। আপনার সকল ফ্রেন্ড আপনার পেজ এর ফ্যানে পরিণত হবে। আপনি এটা করতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন…
Facebook-fan-page-FB-profile

প্রথমে আপনার ফেসবুকে Log in করুন।
এবার এই লিঙ্কে যান ≫ https://www.facebook.com/pages/create.php?migrate
আপনি আপনার প্রোফাইলকে যে ধরনের পেজে পরিবর্তিত করতে চান সেটা সিলেক্ট করুন।
1
সিলেক্ট করে Get Started এ ক্লিক করুন। তবে ফেসবুক পেজ এর নাম পরিবর্তন করা যাবে না। এর জন্য আগেই আপনার ফেসবুক আইডি এর নাম বদলিয়ে পেজের নামে করে দিবেন।
2
এবার একটা বক্স আসবে । সেখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিন এবং Confirm এ ক্লিক করুন।
3
তারপর প্রোফাইল পিকচার , বর্ণনা ইত্যাদি দিতে থাকেন আর আগাতে থাকেন। 4
শেষে গিয়ে দেখবেন আপনার প্রোফাইল ফেসবুক পেজএ পরিণত হয়ে গেছে।
arrow-pointing-down2
5
আমি এটা এমনি একটা আইডি থেকে করেছি যেটার ফ্রেন্ড মাত্র ১ জন। তাই ফ্যান এক জন। আপনি যদি এখন লগ আউট করে এবার লগ ইন করে তাহলে কিন্তু সরাসরি এই পেজএ চলে আসবেন। লক্ষ্য করলে দেখতে পারবেন উপরে ডানে শুধু Setting আর Log out আছে।তাইলে আপনার ফেসবুক প্রোফাইল এখন ফেসবুক পেজ এ পরিণত হয়ে গেল। :) :D :)
যেকোনো সমস্যায় কমেন্ট করুন, সমাধান দেওয়ার চেষ্টা করব। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। কোন প্রকার ভুল থাকলে ক্ষমার চোখে নিবেন। আপনাদের সবাই প্রতি শুভকামনা রইল। সামনে আরও ভাল পোস্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্‌।

 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Toggle Footer
Top