আসসালামুআলাইকুম, এটা আমার ২য় পোস্ট। যারা জানেননা তাদের জন্য বলছি। কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে মাদারবোর্ডের চালক সফটওয়্যার, অর্থাৎ ড্রাইভার ইনস্টল করতে হয়। মাদারবোর্ডের সিডি ড্রাইভারের সঙ্গে এমনিতে থাকে। তবে কোনো কারনে সেটা হারিয়ে গেলে বিপোদে পরতে হয়। এই বিপদ থেকে উদ্ধার পেতে আছে ওয়েবসাইট। নিচে কিছু সাইটেভ ঠিকানা দেয়া হলো, এসব সাইটে বিভিন্ন মাডারবোর্ডের ড্রাইভার পাবেন।
http://download.cnet.com/windows/drivers
http://drivers.brothersoft.com
http://driver.softpedia.com
http://downloadcenter.intel.com/Defult.aspx
www.driversdown.com
www.soft32.com
www.driverfiles.net
www.driverskit.com
www.nodevice.com
www.techspot.com/drivers
www.downloadatoz.com/driver
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.