বন্ধুরা আমরা সকল এ জানি আমরা ফেসবুক এ ৩বার এর বেশি নাম
বদলানো যায় না। তবে আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে খুব সহজে আপনার নাম
আবার বদলাতে পারবেন। তবে এর আগে একটা কথা বলে রাখি। ফেসবুক এর নিয়ম হল তার
ইউজারদের আসল নাম ব্যাবহার করতে হবে। কোন ব্যাক্তির নাম ছাড়া অন্য কোন
নাম ব্যাবহার করলে ফেসবুক তার অ্যাকাউন্ট যে কোন সময় ব্যান করে দিতে পারে।
তাই এটা না করাই ভাল। যাই হক যদি করে ফেলেন তাতেও প্রব্লেম নাই। আমি
দিচ্ছি এর সমাধান।
প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগিন করুন।
তারপর ফেসবুক সার্চ এ হেল্প লিখে সার্চ দিয়ে তাদের হেল্প পেজ এ যেতে পারেন অথবা এখানে ক্লিক করে ও হেল্প পেজ এ যেতে পারবেন।
নিচে দেখুন লিখা আছে let us know এখানে ক্লিক করুন।
এখন New first name/New last name /Reason for this change ( adding a name ) তারপর সেন্ড ।
এবার
আপনার অপেক্ষার পালা। ৭দিন এর মধ্যে দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর
নাম পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র নাম বদলানোর জন্য না আপনি যেকোন
সাহায্যের জন্য প্রতিনয়ত সেখান থেকে হেল্প নিতে পারবেন। আর কোন সমস্যা ও
তাদের জানাতে পারবেন।ধন্যবাদ সকলকে আজকে এখানেই শেষ করছি।আর আমাকে যদি ভাল লাগে আমার অন্য পোস্টগুলো ও পরবেন।আর আমি সবসময় চেষ্টা করি নিজের সাধ্য মত পোস্ট করার। আমার জন্য দোয়া করবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন