শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩
0 মন্তব্য(গুলি)

আপনার যেকোন ফাইলকে হাইড বা আনহাইড করুন পৃথিবীর সবথেকে সহজ উপায়ে!

১০:২২ AM
 skacat.com_1341313391_foldersizes                                                             “পরম করুণাময় আল্লাহ’র নামে শুরু করছি”

‘আসসালামু আলাইকুম’

সুপ্রিয় ভিজিটরবৃন্দ কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভাল।আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই পোষ্ট টি আপনাদের সাথে শেয়ার করছি,সবাই দেখুন আশা করি ভাল লাগবে এবং আপনার অবশ্যই কাজে লাগবে।  

আজ আমি আপনাদের সাথে কোন ফোল্ডার কীভাবে খুব সহজ উপায়ে হাইড বা আনহাইড করতে পারেন তা নিয়ে কথা বলব।ধরুন আপনার D ড্রাইভে একটি গেমস আছে সেই গেমস টি নিয়ে বেশ ঝামেলায় আছেন যেমন হতে পারে ছোট ভাই-বোন সারাক্ষণ এটা নিয়ে বসে থাকে বা কোন বন্ধু এই ফাইলটি নিতে চায় বাট আপনি তার সাথে এই গেমস টি শেয়ার করতে চান না,এখন আপনি যদি কোন সফটওয়্যার দ্বারা ফাইলটি প্রটেক্ট করেন তাহলে সে বুঝে যাবে যে আপনি তাকে গেমস টি দিতে চান না এতে বন্ধুর সাথে মনোমালিন্য হতে পারে।

তাই আমি আজ আপনার সাথে পৃথিবী’র সবথেকে সহজ নিয়মে কীভাবে ফাইল লুকিয়ে রাখা যায় সেটা বর্ণনা করব।আরেক টি কথা হল আপনি এই নিয়ম ছারাও আরো উপায়ে ফাইল লুকিয়ে রাখতে পারবেন,হয়তো অনেকেই এই ট্রিকটি জেনে থাকতে পারেন যারা যানেন না শুধু তারাই পোষ্ট টি দেখুন। তাহলে চলুন জেনে নিই কীভাবে সবচেয়ে সহজ উপায়ে আপনি ফাইল হাইড বা আনহাইড করবেন-

১) প্রথমে যে ফাইলটি লুকাতে চান সেখানে যান,ধরুন আপনি Virtual Fighter ফাইলটি লুকিয়ে রাখবেন তাহলে সেখানে যান ও এই ফাইলের Properties এ ক্লিক করুন।2013-10-18_214717

২) এবার সেখানে দেখুন Hidden অপশন আছে,সেখানে দেওয়া বক্সটি মার্ক করুন।এবং Ok প্রেস করে বের হয়ে আসুন।

আপনার এই উইন্ডো টি একবার রিফ্রেশ দিন দেখুন আপনার এই ফাইলটি আর এখানে নেই অর্থাৎ ফাইলটি হাইড হয়ে গেছে।

এখন কথা হল লুকানো ফাইলটি আপনার যেকোন সময় দরকার পড়তে পারে সেক্ষেত্রে আপনার করনীয় কী বা কীভাবে ফাইলটি আনহাইড করবেন? চলুন দেখি কীভাবে সহজ উপায়ে কাজটি করা যায়-

১) প্রথমে My Computer  থেকে Folder Options এ যান।আর যারা অপারেটিং সিস্টেম এক্সপি ইউস করেন তারা সরাসরি Tools এ ক্লিক করে সবার নিচে Folder Options এ চলে যান।2013-10-18_214635

২) এখন একটি বক্স আপনার সামনে এসেছে সেখানে View তে ক্লিক করুন।এবার Show Hidden Files এর নিচে Show Hidden Files and Folder এই অপশন টি মার্ক করুন ও Ok চেপে বের হয়ে আসুন।  2013-10-18_214645

৩) এখন আপনার লুকানো ফাইলটির Properties এ পুনারায় ক্লিক করুন ও Hidden লেখাটি আনমার্ক করে দিন।

৪) এবার Ok প্রেস করে বের হয়ে আসুন ও উইন্ডো টি একটি রিফ্রেশ দিন এবং আপনার লুকানো ফাইলটি ফিরে পান।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Toggle Footer
Top