সোমবার, ৭ অক্টোবর, ২০১৩
0 মন্তব্য(গুলি)

টিভি দেখুন ফায়ারফক্সে

৪:৪২ AM
আমরা অনেকেই অনলাইনে টিভি দেখতে পছন্দ করি।মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা  ইচ্ছে করলে ব্রাউজার থেকে সহজেই টিভি দেখতে পারেন।এজন্য টিভি ফক্স ’ নামের একটি অ্যাডঅন ব্রাউজারে ইনস্টল করে নিতে হবে।এই অ্যাডঅনটি থেকে ২৭৮০ হাজার  টিভি চ্যানেল অনলাইনে সরাসরি দেখা যাবে ।অ্যাডঅনটি  ব্রাউজারে নামিয়ে নিন।এখন ফায়ারফক্স রির্স্টাট করুন।খেয়াল করুন,ব্রাউজারের অ্যাড্রেসবারের নিচে সবুজ ও নীল রংয়ের টিভির দুটি আইকন এসেছে।

নীল রংয়ের টিভির আইকনটিতে ইংরেজী বর্নমালা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশের নাম রয়েছে।এখান থেকে আপনি বিশ্বের বিভিন্ন  দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন।সবুজ রংয়ের টিভির আইকনে বিনোদন,খেলা,সিনেমা,সংগীত ,সংবাদ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরী অনুয়ায়ী টিভি চ্যানেল রয়েছে ।এখান থেকে পছন্দের ক্যাটাগরীর টিভি চ্যানেল দেখতে পারবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Toggle Footer
Top