বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩
0 মন্তব্য(গুলি)

স্যাম্বিয়ান ফোনে অপেরামিনি দিয়ে ফ্রি নেট ইউজ করুন (জাভা ব্যবহারকারীদের প্রবেশ নিষেধ)

১০:২২ AM

 

যাক বাবা শেষপর্যন্ত মোবাইল দিয়ে ফ্রি নেটের ব্যবস্থা হল। উদ্ধার পাইলাম টাকা খরচ থেকে। সবকিছু সম্ভব হয়েছে তাপস ভাইয়ের অপেরামিনির কল্যাণে। আজ আপনাদের কাছে উনার অপেরামিনি শেয়ার করব। তাপস ভাই যদি আশেপাশে থাকেন প্লিজ আমারে পিডায়েন না। কারণ আমি আপনার অপেরামিনিটা শেয়ার করে দিতাছি।
মূল কথায় চলে যাই। আপনার একটা জিপি সিমসহ স্যাম্বিয়ান মোবাইল দরকার। আপনার স্যাম্বিয়ান ফোনটি হ্যাকড হলে ভালো হয়। হ্যাকড মানে বুঝেন নাই? হ্যাকড হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার মোবাইলে সব ধরনের সফটওয়্যার সাপোর্টের ব্যবস্থা করা।
তারপর আপনার মোবাইলের মেসেজ অপশন হতে ALL লিখে পাঠিয়ে দিন ৮০৮০ নাম্বারে। তারপর জিপির অফিসিয়াল সেটিংসটা আপনার মোবাইলে সেভ করুন।
এবার নিচের দেয়া লিঙ্ক হতে অপেরামিনিটা ডাউনলোড করে ইন্সটল করুন। ব্যস কাজ শেষ। এবার যে কোন সাইট ব্রাউজ করুন। এক্সেস পয়েন্ট চাইলে GP MMS দিন অথবা এডভান্স সেটিংস হতে এক্সেস পয়েন্ট GP MMS সিলেক্ট করুন।
অপেরামিনি সরাসরি ডাউনলোড:
http://f11.wapkafiles.com/download/f/2/6/1991782_f2628b003f7bcb0ba0dde47d.sisx/3cceaffc806786deda93/OperaMini%2B7.1%2Bby%2BSokal%28update30-4-2013%29%28bortabd.tk%29.sisx
একটা কথা এই অপেরা ইন্সটল হওয়ার পর আপনি এটাকে খুঁজে নাও পেতে পারেন।
অর্থাৎ, আপনার মোবাইলে আগেই ইন্সটল থাকা অফিসিয়াল অপেরামিনি এটা দ্বারা ওভাররাইট হয়ে যাবে। আপনার পূর্বের অফিসিয়াল অপেরামিনি ওপেন করলেই নতুন অপেরামিনি পাবেন। মোটকথা, নতুন অপেরামিনি ইন্সটল দিয়ে অফিসিয়াল অপেরায় শুধু এক্সেস পয়েন্ট GP MMS দিয়ে দিবেন। ব্যস কেল্লা ফতে। আর যদি আলাদাভাবে ইন্সটল হয় তবেতো কথাই নেই।
আপনার এই পোস্ট নিয়ে যেকোনো কথা থাকলে এখানে কমেন্ট করুন। অথবা আমার ফেসবুক ফ্যানপেজে যোগাযোগ করতে পারেন। আমার ফ্যান পেজ লিঙ্কঃ
1. https://www.facebook.com/bigganir.astana
2. http://www.facebook.com/scientist.mhs
বি.দ্রঃ আনহ্যাকড ফোনে এই অপেরা সাপোর্ট নাও করতে পারে। যাদের মোবাইলে অপেরা সাপোর্ট করবে না, তারা নোকিয়া হ্যাক করার জন্য “নোকিয়া হ্যাক” লিখে সার্চ দিন। পেয়ে যাবেন। নাহলে আমি একটা নিউ টিউটোরিয়াল লিখব সেটার জন্য অপেক্ষা করেন। তারপরও আপাতত হেল্প করার জন্যতো আমার পেজ লিঙ্ক দিলাম। অথবা এখানেই কমেন্ট করুন।

 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Toggle Footer
Top