সোমবার, ৭ অক্টোবর, ২০১৩
0 মন্তব্য(গুলি)

ব্লগার টিপস-9 (ফেসবুক লাইক বাটন)

৫:৫৪ AM
সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। এই পোষ্ট এ আমি আপনাদের দেখাবো কি ভাবে আপনার ব্লগার ব্লগ পোষ্ট এর টাইটেল এর পরে এবং পোষ্ট এর  শেষে ফেসবুক লাইক বাটন যোগ করবেন।

সমগ্র প্রক্রিয়াটি সম্পাদনের জন্য নিচে ফলো করুন:
  1. ব্লগার ড্যাশবোর্ড এ লগিন করুন > Design > Edit HTML
  2. নিচের কোড খুজে বের করুন।
<data:post.body/>
আপনি যদি পোষ্ট এর টাইটেল এর পরেই লাইক বাটন যোগ করতে চান তাহলে আমি যে কোড টি দিব সেটি এই<data:post.body/> কোড এর পূর্বে বসাবেন।
আর যদি পোষ্ট এর শেষে লাইক বাটন যোগ করতে চান তাহলে কোড টি এই <data:post.body/> কোড এর পরে বসাবেন।
কোডটি হল:
<b:if cond=’data:blog.pageType != &quot;static_page&quot;’> <iframe allowTransparency=’true’ expr:src=’&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;send=false&amp;layout=button_count&amp;show_faces=false&amp;width=90&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&amp;height=21&quot;’ frameborder=’0′ scrolling=’no’ style=’border:none; overflow:hidden; width:90px; height:21px;’/> </b:if>
সবাইকে অনেক ধন্যবাদ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Toggle Footer
Top